ভরা পূর্ণিমা; তারা ভরা রাত
প্রিয়তমা তুমি, মেলে ধর হাত।
উদোম পায়ে স্রোত করে খেলা
দরিয়ায় ভাসাই ভালবাসার ভেলা।
জোৎস্না স্নানে মিলে মিশে একাকার
হতে চাই আরো বারেবার; বহুবার।
চাঁদ তারার ফাঁকে সাদা মেঘের সারি
বালুকায় দেখি প্রিয়তমার ছবি।
জোৎস্নায় অপরুপ প্রকৃতির সাজ
আবেগী মন মানে না কোন লাজ।
জোৎস্নার আলোয় অপ্সরী প্রিয়া
সমুদ্রের গর্জনে জুড়ায় হিয়া।
উত্তাল সমুদ্র, সাথে দুটি প্রাণ
স্মৃতি অম্লান; মধুময় জোৎস্না স্নান।
Facebook Comments Box