চট্টগ্রাম: এ সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবারেও (১৯ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব সূচকের পতন হয়েছে।
চট্টগ্রামের পু্ঁজি বাজারে বৃহস্পতিবার মোট লেনদেনের পরিমাণ হয়েছে ১৪ কোটি ৮০ লাক টাকা। মোট ৬ হাজার ২৪২টি লেনদেনের মাধ্যমে মোট ৭৩ লাখ ৪৯ হাজার শেয়ার হাতবদল হয়েছে।
প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩ হাজার ৯৬৮ দশমিক ৩৭ পয়েন্টে।
সিএসই-৫০ সূচক শুন্য দশমিক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯ দশমিক ১৬ তে।
এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স ২ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯১০ দশমিক ৪৬ তে।
বৃহস্পতিবার দিনশেষে সিএসই এর বাজার মূলধনের পরিমাণ দাড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ১৬৯ কোটি ৭৪৪ লাখ টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ দাড়ায় ৭৫ হাজার ১২৬ কোটি ৯৬ লাখ টাকায়।
সিএসইতে ৩৩৫ স্ক্রিপ্ট এর মধ্যে লেনদেন হয়েছে ২৩৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৩ টির, কমেছে ১১৮ টির আর অপরিবর্তিত রয়েছে ৪৩ টির।