চট্টগ্রাম: বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার উদ্যোগে ‘সপ্তম বয়স ও বিষয়ভিত্তিক জাতীয় নৃত্য প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্ব শেষ হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। এতে উচ্চাঙ্গ নৃত্যে ওড়িশি ‘গ’ বিভাগে সেরা নৃত্যশিল্পী ও দলীয় নৃত্যে সেরা দল হিসেবে ‘ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রাম’ থেকে বৈশাখী বড়ুয়া ও তার দল পুরস্কৃত হয়েছেন।
বৈশাখী বড়ুয়া চট্টগ্রাম সরকারী সিটি কলেজে একাদ্বশ শ্রেণিতে অধ্যয়নরত। দীর্ঘ দিন ধরে বিশিষ্ট নৃত্যশিল্পী প্রমা অবন্তীর কাছ থেকে ওড়িশী নৃত্যে তালিম নিয়ে আসছেন। এবার প্রমা অবন্তীর তত্বাবধানে জাতীয় নৃত্য প্রতিযোগিতায় অংশ নেন তিনি ও তার দলের সদস্যরা (শ্রাবণী, অর্পিতা,ইউশা ও পৃথা)। তারা তাদের নৃত্যে বিচারকদের মোহিত করেন।
এ নিয়ে বৈশাখী বলেন, ‘আমার এত দূর এগিয়ে আসার পেছনে আমার মা-বাবার সহযোগিতা, আমার প্রতিষ্ঠানের গুরু প্রমা অবন্তী ও সহযোগী, সহকারী শিক্ষিকা নিবিড় দাশ গুপ্তা, রিয়া বড়ুয়া, তূষি ভট্টাচার্য, আফসানা ইকবাল হিয়া, ময়ূখ সরকার ও অর্জিতা সেন চৌধুরীর অবদান অপরিসীম। সর্বপোরি আমার দলের সব শিল্পীর অক্লান্ত পরিশ্রমে এ অর্জন সম্ভব হয়েছে।’
‘আগামীতে সকলের দোয়া ও ভালবাসা থাকলে আরো ভাল কিছু দেয়ার প্রত্যাশা রাখি। নৃত্য আমার কাছে নিত্যদিনের আরাধনার মত।’