সন্দ্বীপ, চট্টগ্রাম: চট্টগ্রামের সন্দ্বীপ মাইট ভাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল তিনটায় চট্টগ্রাম নগরীর হালিশহর নয়া বাজারের মাতৃভূমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দ্বি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ কমিটি গঠন করা হয়।
হুমায়ুন কবীরের সভাপতিত্বে এবং প্রকৌশলী সুজিত নন্দীর পরিচালনায় সভায় গত কার্যকরী কমিটির আয় ব্যায়ের হিসাব প্রদান করা হয় এবং সর্ব সম্মতি ক্রমে গৃহিত হয়।
সভার দ্বিতীয় পর্বে আগামী দুই বছর মেয়াদের জন্য মো. আলতাফ হোসেন ভূইয়াকে (ব্যাচ ৭১) সভাপতি এবং প্রকৌশলী সুজিত নন্দীকে (ব্যাচ ০১) সাধারণ সম্পাদক করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
প্রেস নিউজ