ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সচেতনতাই হোক ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রথম ধাপ

সীতাকুণ্ড, চট্টগ্রাম
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড, চট্টগ্রাম: সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্টের (সেট) চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি লায়ন মাস্টার আবুল কাশেম বলেছেন, ‘ডায়াবেটিস রোগ একটি নিরব ঘাতক ব্যাধি। এ রোগে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকুজের আধিক্যের কারণে হৃদরোগ, ষ্ট্রোক, কিডনী ডিজিজ, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, নার্ভ ডেমেজ, পায়ের সমস্যাসহ বিবিধ শারিরিক সমস্যার সৃষ্টি হয়। অবশেষে রোগী পঙ্গুত্ব ও মারা যায়। এক কথায় ডায়াবেটিস সব রোগের মা। তাই, সচেতনতাই হোক ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রথম ধাপ।’

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সীতাকুণ্ড ডায়াবেটিস হসপিটালের উদ্যোগে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগী সমাবেশ, আলোচনা সভা ও ফ্রি ইনসুলিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইসলাম নাহিমের সভাপতিত্বে ও মানিক লাল দাশগুপ্তের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উপদেষ্টা লায়ন আবুল খায়ের মো. ওয়াহিদী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সাবেক প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলের ডায়াবেটিস ও হরমোন রোগে প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার মোহাম্মদ গিয়াস উদ্দিন টিপু। বক্তব্য দেন সীতাকুণ্ড হেল্থ অ্যান্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান লায়ন মো. ইউসুফ শাহ্, ট্রেজারার খোরশেদ আলম, সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ ননী গোপাল দেবনাথ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো. বেলাল হোসেন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের প্রচার সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ডাক্তার এসপি দাশ, ডাক্তার পরিমল কর্মকার, ডাক্তার তপন নাথ, ডাক্তার নুরুল হুদা, রোগীদের পক্ষে জাকির হোসেন।

আলোচনা সভায় সীতাকুণ্ড উপজেলার দেড় শতাধিক পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৭জন হতদরিদ্র ও অক্ষম ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে ইনসুলিন ও এক মাসের ওষুধ বিরতণ করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নুরুল আবছার চৌধুরী সীতাকুণ্ডের হতদরিদ্র ও অক্ষম ডায়াবেটিস রোগীদেরকে বিনামূল্যে ইনসুলিন ও ওষুধ দেয়ার জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছেন।

Facebook Comments Box