বোয়ালখালী, চট্টগ্রাম: বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়িতে নতুন নির্মিত মিলনায়তন ভবন ‘পারিজাত’ এর উদ্বোধন উপলক্ষে দণন দিন ব্যাপী অনুষ্ঠান আগামী ১৪-১৫ অক্টোবর শুক্র ও শনিবার ঠাকুরবাড়ি মিলানায়তনে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল নয়টায় অনুষ্ঠিত হবে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ। এতে পৌরহিত্য করবেন সীতাকুণ্ড শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। শনিবার (১৫ অক্টোবর) বিকাল তিনটায় নতুন নির্মিত মিলনায়তন ভবন ‘পারিজাত’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার রাজীব রঞ্জন। ভবন উদ্বোধন করবেন শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
অনুষ্ঠিতব্য দুই দিন ব্যাপী অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রস্তুতি সভা শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জের সভাপতিত্বে ঠাকুরবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। বক্তব্য দেন পরিষদের কর্মকর্তা প্রদীপ মল্লিক, রনজিৎ চৌধুরী বাচ্চু, বরুণ ভট্টাচার্য, সমীরণ দেব, জগদীশ চৌধুরী, শ্যামল মজুমদার, রনজিত কুমার শীল, বিটু মিত্র, তুষার নন্দী ফুলু, অশোক ধর ও লিটন ঘোষ।
প্রেস বার্তা