নারায়ণগঞ্জ: শ্রমিকদের ঠকানোর উদ্দেশ্যে সিনহা টেক্সটাইল গ্রুপ ও ওপেক্সের ষড়যন্ত্রমূলক চুক্তির তীব্র প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফেডারেশন।
রোববার (২৮ নভেম্বর) গণ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফেডারেশনের সভাপতি সামছুল আলম বলেন, ‘গত ২১ নভেম্বর) নারায়ণগঞ্জ জেলার কাঁচপুরের সিনহা টেক্সটাইলের শ্রমিকদের সাথে মালিক পক্ষে অবৈধ শ্রম আইন বিরোধী দালাল শ্রমিক নেতাদের সহযোগিতায় শ্রমিকদের ঠকানোর উদ্দেশ্যে শ্রম আইন বিরোধী চুক্তি করেছ। এ চুক্তি ২০০৬ সালের শ্রম আইনের কোন ধারায় বৈধ নয়।’
তিনি আরো বলেন, ‘মালিকপক্ষ এক তরফাভাবে শ্রমিকদের ছাঁটাই করেছিল। তাদেরকে প্রাপ্য সার্ভিস বেনিফিট ৩০ শতাংশের নিচে দেয়ার ঘোষণা দিয়েছে। মালিক পক্ষ ২০০৬ সালের শ্রম আইন অনুসারে সিনহা টেক্সটাইল চিরস্থায়ী বন্ধ ঘোষণা করে। শ্রম আইন অনুসারে শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ সব ধরনের পাওনা সরকারের শ্রম দপ্তরের সাহায্য নিয়ে পরিশোধ করবে এটি ২০০৬ সালের শ্রম আইনের বিধি। তা না করে মালিক পক্ষ শ্রমিকদের মাঝ থেকে এক শ্রেণির দালাল শ্রমিক ও দেশের শ্রমিক নেতা নামধারী এক শ্রেণির দালালদের নিয়ে সাধারণ শ্রমিকদের স্বার্থ বিরোধী একটি চুক্তি সিই করে। ২০০৬ সালের শ্রম আইন অনুসারে কোন ফ্যাক্টরিতে যদি সরকারের রেজিষ্ট্রেশনকৃত ট্রেড ইউনিয়ন না থাকে তবে সাধারণ শ্রমিকদের সাথে কোন ধরনের চুক্তি করা যাবে না। তাই সিনহা টেক্সটাইলের এ চুক্তি সম্পূর্ণ অবৈধ। ২৭২ নম্বর আন্তর্জাতিক শ্রম কনভেনশন অনুসারে, শ্রমিকরা কোন ধরণের সুবিধা এক বার মালিক ও সরকারের কাছ থেকে পাওনা হলে আর কোন দিন তা কর্তন করা যাবে না। বাংলাদেশ সরকার এ কনভেনশনে স্বাক্ষরকারী দেশ।’
সামছুল আলম ফেডারেশনের পক্ষ থেকে দ্রুত শ্রমিক স্বার্থ বিরোধী চুক্তি সইয়ের কুশীলবদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রেস বার্তা