বোয়ালখালী, চট্টগ্রাম: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা কমেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমদ খান।
তিনি বলেছেন, ‘মিথ্যা, সাজানো ও ভুয়া মামলায় কারাগারে পাঠিয়ে খালেদা জিয়ার জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। বিপরীতে শেখ হাসিনার জনপ্রিয়তা কমেছে। বিএনপি নেত্রীর জনপ্রিতায় ভীত হয়ে সরকার তাকে কারাগারে পাঠিয়েছে। সরকারের উদ্দেশ্য হল জিয়া পরিবারকে হেয় করা।’
শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে বোয়ালখালী পৌরসভার দুই নাম্বার উত্তর গোমদন্ডী ওয়ার্ড বিএনপি আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের দাবিতে এ মত বিনিময় সভায় আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাক আহমদ খান আরো বলেন, ‘আগামী নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না।’
পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইউছুফ চৌধুরীর সভাপতিত্বে ও ইব্রাহিম চৌধুরী মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী ইছাক চৌধুরী।
এতে বক্তব্য রাখেন এএম কামাল উদ্দিন, মো. শাহজাহান, আরিফ চৌধুরী ছোটন, মমতাজ উদ্দিন, শেখ মনির উদ্দিন, ইফতেখার উদ্দিন চৌধুরী, হাবিব মেম্বার, নজু মিয়া তালুকদার, জাহাঙ্গীর মাস্টার, মঞ্জুর হোসেন, হাছি মিয়া, হাজী আবু মোহাম্মদ, যুবদল নেতা মো. ইলিয়াছ, শ্রমিক দল নেতা মো. হারুন, হোসেন কফিল প্রমুখ
সংবাদ বিজ্ঞপ্তি