চট্টগ্রাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র প্রয়াত শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর।
এ উপলক্ষে সোমবার (১৮ অক্টোবর) বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের নেতারা।
এ সময় বক্তারা শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের খুনীদের প্রতি ধিক্কার জানান। তারা বলেন, ‘শেখ রাসেল যদি নির্মমভাবে খুন না হত, তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ায় অগ্রণী ভূমিকা রাখত।
এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসাইন, সদস্য মো. আকতার হোসেন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম উত্তরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক মো. জুয়েল শাওন, সহ সভাপতি অ্যাডভোকেট প্রবল রায়, ফোরকান আল মামুন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ চট্টগ্রাম দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফোরকান রাসেল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা রক্সি, আব্দুল্লাহ আল মুমিন, সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন।
প্রেস বার্তা