চট্টগ্রাম: যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮৩ তম জন্মদিন উপলক্ষে শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে শাহ আমানত (রহ.) দরগাহ লেইনে তানজিমুল মুসলেমিন এতিমখানায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
হাফেজ ফজলুল কাদেরের পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, মারুফ আহমেদ সিদ্দিকী, ইমতিয়াজ আহমেদ বাবলা, এম রাশেদ চৌধুরী, মারুফুল ইসলাম মারুফ, সাজিবুল ইসলাম সজীব, কৌশিক রায়, সৈয়দ সুলতান, আকবর জুয়েল, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতু,পলাশ চক্রবর্তী, রহিত সিং হাজারী, তানিম, সানি দে প্রমুখ।
বিকালে আকবর শাহ থানার কাট্টলী নুরুল হক স্কুলের মাঠে ৩০০ দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। যুবলীগ নেতা নুরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও নুরুল ইসলাম রিয়ালের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ, থানা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমান আলী, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জাহিদ, মহিলা কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, শ্রমিক লীগ নেতা মোকসেদ আলী হাওলাদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী সবিতা বিশ্বাস, সুমা সিংহ, সাজিবুল ইসলাম সজিব, যুবলীগ নেতা রমজান আলী, মো. মামুন, মাকসুদুর রহমান, মাসুম, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, সামিউল, ইফতি, রহিম, জহির, রায়হান, রাসেল।
এ সময় দেবাশীষ পাল দেবু বলেন, ‘শেখ ফজলুল হক মনির মৃত্যুর প্রায় ৪৬ বছর পেড়িয়ে গেছে। তবু তিনি বাঙালির হৃদয়ে উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবেই বিদ্যমান। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালের ১১ নভেম্বর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন। সে সময় তিনি সংগঠনটির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তার প্রতিষ্ঠা করা সংগঠনটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সংগঠনের পরিচিতি পেয়েছে।
প্রেস বার্তা