চট্টগ্রাম: শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন তারুণ্যের ঐক্য পরিষদের উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের আধুনিক ধারার সূচনাকারী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিনে খতমে কোরআন ও দোয়া মাহফিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকালে চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ সৈয়দ হযরত আলি (রা.) এতিম খানায় এসব কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন তারুণ্যের ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহ আলম সিকদার, সাধারণ সম্পাদক ফরহাদুল হাসান মোস্তফা, সহ সভাপতি আকবর, সহ সভাপতি শাহ জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনুক হক, রিয়াজুউদ্দিন ইউনিট স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম জাবেদ হোসেন এবং সৈয়দ হযরত আলি (রা.) এতিম খানার শিশুরা।
প্রেস বার্তা
Facebook Comments Box