বৃষ্টি বড়ুয়া: যাকে এক বার নিজের করে নিজের ভিতরেই করেছি লালন, সে কিভাবে পর হয়? সে তো চিরকালই মনের কোণে থাকা সেই ছোট্ট কুটিটাতেই রয়!
কখনো অযত্নে, কখনো অভিমানে, কখনো বা অবহেলায় ঝড় নামে সে কুটিটায়! দেখুক সে, জানুক সে! কেমন করে সব উপেক্ষা করে তাকে আগলে রেখেছি সেথায়! যার বসবাস আমাতেই, তবু কেমন করে হয় সে পর?
সে তো জানে, সে ব্যতীত আমার এই পৃথিবীর সবই নশ্বর! পর হয়ে গেলে কি আর সেই অধিকার থাকে? এই কুটি থেকেও বুঝি, বেশী যত্নে সেই কুটিটা রাখে? চিরকালই সে সেখানেই থাকবে, মনের ভিতরে লালন করেছি যারে!
হয়তো এখনো উন্মাদ হব, শুধু এক নজর দেখার অপেক্ষায় তারে!
লেখক: অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, চট্টগ্রাম
Facebook Comments Box