চট্টগ্রাম: চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের আয়োজনে গ্রুপ থিয়েটার উৎসব ২০২২ অনুষ্ঠানমালায় শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে কালপুরুষ নাট্য সম্প্রদায প্রবর্তিত ‘শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক ২০২২’ অনুষ্ঠান।
এবার শান্তনু বিশ্বাস স্মৃতি নাট্য পদক পেতে যাচ্ছেন অভিনেতা, নাট্য নির্দেশক, সংগঠক ও অরিন্দম নাট্য সম্প্রদায়ের সভাপতি আকবর রেজা।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। মুখ্য আলোচক থাকবেন একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক মাহবুবুল হক। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহা ব্যবস্থাপক মাহফুজা আকতার, কালপুরুষ নাট্য সম্প্রদায়ের সভাপতি শুভ্রা বিশ্বাস, নাট্যজন সনজীব বড়ুয়া, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু। সভাপতিত্ব করবেন খালেদ হেলাল।
অনুষ্ঠানে শান্তনু বিশ্বাসের লেখা ও সুরে গান পরিবেশন করবে কালপুরুষ নাট্য সম্প্রদায় ও নৃত্য পরিবেশন করবে ওডিসি এন্ড টেগোর ড্যান্স মুভমেন্ট। সন্ধ্যা সাতটায় মূল মিলনায়তনে পরিবেশিত হবে উত্তরাধিকারের নাটক ‘ফুলকুমারী’।