ঢাকাসোমবার, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান

পরম বাংলাদেশ ডেস্ক
মার্চ ২৫, ২০২১ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে শুক্রবার (২৬ মার্চ) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সব শহিদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার (২৬ মার্চ) সকাল দশটায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

খবর পিআইডির

Facebook Comments Box