ঢাকা: করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুক্রবার (২ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য দ্বিতীয় বারের মত বন্ধ ঘোষণা করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় শুক্রবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রথম বারের মত জাতীয় ও রংপুর চিড়িয়াখানা দুইটি গত ২০২০ সালের ২০ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল।
খবর পিআইডির