চট্টগ্রাম: সিটির দামপাড়া পুলিশ লাইনে জনক চত্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপির) ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের উদ্যোগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সিপিডিএলের আর্থিক সহায়তায় দুস্থ, অসহায়, সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের আহবায়ক এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির কমিশনার ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা কৃষ্ণপদ রায়।
অনুষ্ঠানে শীতার্তদের মাঝে এক হাজার পিস কম্বল বিতরণ করা হয়।
সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এমএ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল ওয়ারীশ, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, সিপিডিএলের ব্যবস্থাপনা পরিচালক ও কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সদস্য ইঞ্জিনিয়ার ইফতেখার, আবিদা আজাদ, জাফর ইকবাল উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা