চট্টগ্রাম: ইউনাইট থিয়েটার ফর সোশাল অ্যাক্শন (উৎস) এবং নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রাম মহানগরের সংবর্ধনা পাচ্ছেন শিরিণ আখতার ও মুশতারী শফী।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
এ উপলক্ষে শনিবার (১৯ ডিসেম্বর ২০২০) সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিয়াকোনিয়া’র সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বেগম রোকেয়া পদক ২০২০ প্রাপ্তজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ড. শিরীণ আখতার ও শহীদ জায়া বেগম মুশতারী শফীকে সংবর্ধনা দেওয়া হবে।
এতে প্রধান অতিথি থাকবেন পোর্ট সিটি ইউনিভাসিটি চট্টগ্রামের উপাচার্য ড. মো. নূরুল আনোয়ার।
বিশেষ অতিথি থাকবেন চবির শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল হক, এডাব চট্টগ্রাম অঞ্চলের সভাপতি জেসমিন সুলতানা পারু ও ওডেবের প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদার।
এতে সভাপতিত্ব করবেন উৎসের সভাপতি অধ্যাপক (অব:) কাজী মোস্তাইন বিল্লাহ।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আয়োজক সংগঠনদ্বয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি