চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির পতেঙ্গা কাটগড় মুসলিমাবাদ এলাকায় ‘প্রাণের পতেঙ্গা’ সামাজিক সংগঠনের কমিটি গঠন বিষয়ক এক আলোচনা সভা শুক্রবার (৪ ফেব্রয়ারি) সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন নুরুল আবছার ভুট্টো। এসকে সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মো. মোস্তফা কামাল, আব্দুল কাদের সাইফুল, রিটন বড়ুয়া বাবু, সোনা বাবু জলদাশ, মো. সাইফুদ্দিন, মো. মাসুদ, মো.রাজিব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘প্রাণের পতেঙ্গা সামাজিক সংগঠনকে আরো বেগবান করতে শিগগির আজীবন দাতা সদস্য ও উপদেষ্টা মন্ডলীসহ ১০১ জনের কমিটি ঘোষণা করা হবে।’
দেশের উন্নয়ন ও মানবতার কল্যাণে প্রাণের পতেঙ্গা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তরা উল্লেখ করেন।
প্রেস বার্তা
Facebook Comments Box