চট্টগ্রাম: শিক্ষা উপ মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডর নব নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তার বাস ভবনে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন।
স্বাক্ষাতকালে কাউন্সিলর শহিদ উপমন্ত্রী নওফেলের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষা উপ মন্ত্রী নব নির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ করান।
উপ মন্ত্রী নব নির্বাচিত কাউন্সিলর শহিদকে শপথ গ্রহণের পর নাগরিক সেবার মাধ্যমে পশ্চিম বাকলিয়াকে মডেল ওয়ার্ডে পরিণত করতে দলমতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাজ করার পরামর্শ দেন।
পরে নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে স্বাক্ষাত করেন শহিদ।
এর আগে নব নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।
এ সময় পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, যুবলীগ নেতা মুজিবুর রহমান, কামাল আহমদ, ডাক্তার মামুন, মো. হান্নান, নাজিম দেওয়ান, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকু, আমিনুল ইসলাম আজাদ, ছাত্র নেতা আহমেদ শুভ, সমর দাশ শহিদের সাথে ছিলেন।
প্রেস নিউজ