ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শহীদ দিবসে ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাহফিল

ফেনী
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ফেনীতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফেনী জেলা কার্যালয়ে জেলা শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল করা হয়েছে। সোসাইটির উপদেষ্টা ডাক্তার শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সোসাইটির চেয়ারম্যান ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। প্রধান বক্তা ছিলেন সোসাইটির সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী।

এতে বিশেষ অতিথি ছিলেন সোসাইটির সদস্য সৈয়দ রেফাত সিদ্দিকী, উপদেষ্টা এডভোকেট সাইদুল হক সাঈদ, সদস্য এম মুকছুদুর রহমান মিয়াজী।

জেলার প্রচার সম্পাদক ডাক্তার মোতাহেরের সঞ্চালনায় বক্তব্য দেন নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব ডাক্তার আনোয়ার হোসাইন, কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব শহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মোয়াজ্জেম হোসাইন, জেলা সদস্য সচিব রফিকুল ইসলাম ভুঞা, সোনাগাজী উপজেলার সদস্য সচিব আবদুল মান্নান।

কুরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মাদ জাহাঙ্গীর আলম। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মাদ আল আমিন।

উপস্থিত ছিলেন মুহাম্মাদ সুজন মিয়া, সদস্য নুরুল ইসলাম, মুহাম্মাদ জমির উদ্দিন, সালমান ফার্সিও সাইফুল ইসলাম।

সার্বিক সহযোগিতা ছিলেন সাহাদাত সাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্র ও ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টার।

প্রেস বার্তা

Facebook Comments Box