চট্টগ্রাম: মহান একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে স্বাস্থ্য বিধি মেনে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সূর্যোদয়ের সাথে সাথে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে শুদ্ধ বানান, সুন্দর হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতা, সকাল ১১টায় জেলা শিশু একাডেমিতে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহিদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় দোয়া, মিলাদ মাহফিল ও প্রার্থনা এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ, আলোচনা সভা, মাতৃভাষায় কবিতা আবৃত্তি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া দিবসটি উপলক্ষে শহিদ মিনার প্রাঙ্গণ ও আউটার স্টেডিয়াম এলাকাসহ বিভিন্ন উন্মুক্ত স্থানে ভাষা আন্দোলন সংশ্লিষ্ট সংবাদ, আলোকচিত্র তথ্য ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।