ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শনিবার ফ্রান্স দূতাবাস অভিমুখে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিক্ষোভ মিছিল

admin
নভেম্বর ৪, ২০২০ ১০:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে রাসূল (দ.) এর শানে অবমাননার প্রতিবাদে আগামী শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইটে গণজমায়েত ও ফ্রান্স দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

বুধবার (৪ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মিডিয়া সেলের সমন্বয়ক ইমরান হুসাইন তুষার জানান, রাষ্ট্রীয় মদদে রাসূল (দ.) এর শানে অবমাননার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের উদ্যোগে আগামী ৭ নভেম্বর শনিবার, বেলা ১১টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেইটে গণজমায়েত ও ফ্রান্স দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নবী প্রেমিক মুসল্লিগণসহ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থাকবেন। মিছিলে নেতৃত্ব প্রদান করবেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী (মাদ্দা জিল্লুহুল আলী)।

এমএ/পবা

Facebook Comments Box