বোয়ালখালী, চট্টগ্রাম: শুক্রবার (১ অক্টোবর) উপ মহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদক প্রাপ্ত বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১০তম জন্মদিন।
দিনটি উদযাপন করবে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী। বোয়ালখালী পৌরসভায় শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণ ভাস্কর্য চত্বরে শুক্রবার (১ অক্টোবর) সকাল দশটা থেকে দিনব্যাপী বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পমাল্য, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সংগীত অনুষ্ঠান হবে। অনুষ্ঠানকে সফল করার জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, সভাপতি প্রণব রাজ বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব জলদাস শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯১১ সালের ১ অক্টোবর বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্ম নেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল তিনি মারা যান। তিনি ২০০১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন।