বৈরুত, লেবানন: লেবানন বহুমাত্রিক সংকটের মুখে পড়ার পর দেশটির প্রথম নির্বাচনে রোববার (১৫ মে) ভোট গ্রহণ শুরু হয়েছে। জনরোষের মুখে থাকলেও ক্ষমতাসীন এলিট এ নির্বাচনে সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপির।
খবরে বলা হয়, ২০১৯ সালে সংস্থাপন বিরোধী নজিরবিহীন অস্থিরতার প্রেক্ষাপটে শুরু হওয়া বিরোধী দলের আন্দোলনের জন্য প্রথম পরীক্ষা হচ্ছে এ পার্লামেন্ট নির্বাচন। এখন পর্যন্ত পর্যবেক্ষকরা নির্বাচনে বড় ধরনের কোন পরিবর্তন আশা করেন না বলে সতর্ক করে দিয়েছেন। কেননা, দেশটির গতাণুগতিক রক্ষণশীল দলগুলোর হাতেই ক্ষমতা কুক্ষিগত করে রাখার ব কলকাঠি রয়েছে ও নির্বাচনী ব্যবস্থাও তাদের অনুকূলে রয়েছে।
দেশটিতে স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে ৩৯ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
Facebook Comments Box