চট্টগ্রাম: ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা লিয়াকত আখতার ছিদ্দিকী রচিত ‘জীবন প্রবাহ’ গ্রন্থের প্রকাশনা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১১ডিসেম্বর) বাদ জুমা গ্রন্থটি প্রকাশনার উদ্বোধন করেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব মাওলানা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহিরি আল জাবিরী আল মাদানী।
আন্দরকিল্লা শাহী জামে মসজিদে অনুষ্ঠিত প্রকাশনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, ইসলামি চিন্তাবিদ মাওলানা একেএম ফারুক ছিদ্দিকী, মাওলানা শাহ নাসির উদ্দিন, মাওলানা কাজী জাফর আহমদ, মাওলানা মোস্তাহাসান বিল্লাহ, হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিন, ব্যবসায়ী মাওলানা জয়নুল আবেদীন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে গ্রন্থটির সফলতা ও বহুল প্রচার কামনা করে মহান আল্লাহর তায়ালার নিকট মোনাজাত করা হয়।
লেখক অধ্যাপক মাওলানা লিয়াকত আখতার ছিদ্দিকী ‘জীবন প্রবাহ’ গ্রন্থে ইসলামের বিভিন্ন বিষয়কে সুচারুরূপে ও সহজ ভাষায় লিখেছেন। লিখেছেন দেশের খ্যাতিমান আলেম, পীর ও আউলিয়াদের জীবনীও। এছাড়াও তিনি দেশের এবং ইসলামের বেশ কিছু নিদর্শন ও ইতিহাস তুলে ধরে বইটি সমৃদ্ধ করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তি