চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগং এমিয়েবল রোজ গার্ডেন ক্লাবের সভা মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় সিটির খুলশীস্থ লায়ন ক্লাবের প্রকৃতি হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে অনলাইনে যুক্ত হন চার্টার প্রেসিডেন্ট লায়ন সুলতানা নুরজাহান রোজি এমজেএফ।
লায়ন নাজমা আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন লায়ন সাবিনা ইকরাম সিরাজী (আইপিপি), সেক্রেটারী লায়ন ফারহানা ইসলাম রুহী, লায়ন বিচিত্রা সেন, লায়ন ফয়সাল, লায়ন শাওন পান্থ, লায়ন আবছার উদ্দিন অলি, লায়ন সুবর্ণা রহমান, লায়ন এম জসিম উদ্দিন, লায়ন মোহাম্মদ সালেহ উদ্দীন সালু, লায়ন আশরাফ মাহমদ, লায়ন মোহাম্মদ এনামুল কবীর মিঠু, লায়ন সুরাইয়া আক্তার চিশতী রিমা, ডি জোন চেয়ারপার্সন রজনীগন্ধার প্রেসিডেন্ট লায়ন সায়লা মাহমুদ, ডি চেয়ারপার্সন লায়ন মমতাজ বেগম, লায়ন আলমগীর হোসেন।
এ ছাড়াও এমিয়েবল রোজ গার্ডেনের ক্লাবের লিও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা