চট্টগ্রাম: ‘লাভ অল সার্ভ অল- অন্তহীন ভালবাসায় সেবা’ এ শ্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে শনিবার (৮ অক্টোবর) ভাটিয়ারি নেভী রোড সংলগ্ন কাদেম পাড়া ইমাম হোসেন (রা.) আব্বাসিয়া হিফুজুল কোরআন মাদ্রাসায় খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এতে অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর জেলা গভর্ণর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, জেলা সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী।
ক্যাম্পে ২৬জন বালককে খৎনা ও বিনামূল্যে ওষুধ ও লুঙ্গি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের সভাপতি লায়ন জামাল উদ্দীন, সহ সভাপতি লায়ন আবেদা বেগম, ভারপ্রাপ্ত সচিব আবু নাঈম বোরহান, লায়ন এসকে বিশ্বাস, লায়ন ইফতেখার উদ্দিন চৌধুরী, লিও ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ক্লাব ডিরেক্টর ও রিজিওন ডিরেক্টর লিও খাবির উদ্দিন প্রভাত, সভাপতি লিও মোহাম্মদ মামুন, সহ.সচিব লিও মেহেদী হাসান, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার।
প্রেস বার্তা