চকরিয়া, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্তর্গত হারবাংয়ের সামাজিক সংগঠন রোড়পাড়া ব্রাদার্স এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে এলাকার গরিব অসহায় শীতার্তদের মাজে কম্বল বিতরণ করা হয়েছে।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবু জাফর রুকনের সভাপতিত্তে ও সংগঠনের প্রচার সম্পাদক মিশকাতুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ।
বিশেষ অতিথি ছিলেন নয় নম্বর ওয়ার্ডের মেম্বার মো. ইসমাইল, সমাজ সেবক নুরুল ইসলাম ও আবু সুফিয়ান।
এ ছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক মহিম মিজান, অর্থ সম্পাদক রিয়াজুল করিম, সহ অর্থ সম্পাদক আবু রাশেদ রোহান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
প্রেস বার্তা