চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির আট নাম্বার শুলকবহর ওয়ার্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশা বাহিত রোগ প্রতিরোধে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে রোটারি ড্রিষ্টিক-৩২৮২ চট্টগ্রাম অঞ্চলের ৩৮-ক্লাবের যৌথ উদ্যোগে পক্ষকালব্যাপী মশারী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকালে তুলাতলি এলাকায় আবু হুরাইরা মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন গভর্নর ইলেক্ট আবু ফয়েজ খান চৌধুরী।
এ উপলক্ষে আইপিডিজি লেফটেন্যান্ট কর্নেল এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে ও প্রজেক্ট চেয়ারম্যান সিপি মো. নজরুল ইসলাম নান্টু সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোরশেদ আলম।
এতে বক্তারা বলেন, ‘করোনার এ সময়ে দুঃস্থ মানুষদের পাশে মানবিক হাত বাড়িয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রোটারিয়ানগণ। জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি জোর দিতে সরকারের পাশাপাশি তারাও কাজ করে চলেছে। রোটারিয়ানদের নানাবিধ মানবিক কাজের অংশ হিসেবে দুুঃস্থ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এডিস মশা বিস্তার ও ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সুরক্ষা নিশ্চিতে মশারী বিতরণ করা হয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগংয়ের সাবেক গভর্নর লেফটেন্যান্ট মাহফুজুল হক, অ্যাডিশনাল গভর্নর লেফটেন্যান্ট মো. আছরার, ওমর আলী ফয়সাল, পিপি মতিউর রহমান ইসলাম, সামিনা ইসলাম ও সুদীপ কুমার চন্দ্র।
উপস্থিত ছিলেন জোনাল কোর্ডিনেটর মোহাম্মদ বোরহান উদ্দিন, এসিস্ট্যান্ট গভর্নর আমিনুল হক বাবু, মোহাম্মদ জসিমউদ্দিন, বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ দিদারুল ইসলাম, মির্জা হাফিজুর রহমান, মোহাম্মদ আলী আজগর, মো. আবুল মনসুর, আবু হাসান মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরি ও রোটারিয়ান মো. আব্দুল হাকিম, পিপি আজিজুল গনি, মো. মহসিন ও মর্তুজা বেগম, জসিম উদ্দিন, ইসলাম, মির্জা হাফিজুর রহমান, মোহাম্মদ আলী আজগর, মহিউদ্দিন মুকুট, সাবিনা ইয়াসমিন, শামসুল আলম, শাহিন আলম সরকার প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি