চট্টগ্রাম: করোনাকালীন রোগীদের ফ্রি যাত্রী সেবার জন্য (২৪ ঘন্টা) ২২টি সিএনজি অটোরিক্সা দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. ফসিউল আলম।
বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে চট্টগ্রাম সিটির আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এসব সিএনজি অটো রিক্সার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, নগর যুবলীগ নেতা রিটন, নাজমুল, মুন্না, আজাদ, মুয়াজ্জেন, নিয়াজ, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইসতিয়াক, রণি, সাকিব, রিশাদ প্রমূখ।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার সেখ ফজলে রাব্বি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক এক সপ্তাহের জন্য (১-৭ জুলাই) বিধি-নিষেধ জারি করে সব যান্ত্রিক গণপরিবহন বন্ধ ঘোষণা করেছেন। এ সময়ে রোগী সাধারণ হাসপাতাল বা ডাক্তারের চেম্বারে যেতে চাইলে পরিবহন সংকটে পড়বে। এ মানবিক বিষয় বিবেচনায় এনে জাতির দুঃসময়ে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মো. ফসিউল আলম মানবতার সেবায় এগিয়ে এসেছেন।’
প্রেস বার্তা