রাউজান, চট্টগ্রাম: রাউজানের মোবারক খীল এলাকায় আধ্যাত্মিক পীরে কামেল হযরত শাহ আজম শাহের (রহ.) দুই দিনব্যাপী বার্ষিক ওরস বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল থেকে শুরু হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) ওরস মোবারক ও তবরুক বিতরণ।
প্রথম দিন বৃহস্পতিবার গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সারাররাত খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং শুক্রবার ভোরে আখেরি মোনাজাত ও তবরুক বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওরস।
দুই দিনব্যাপী ওরসে মানুষের ঢল নেমেছে। মাজার প্রাঙ্গণে ভক্তদের সমাগম ঘটেছে। এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ।
হযরত শাহ আজম শাহ ওরস উদযাপন পরিষদের সভাপতি শফিউল আরিফ ও সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী নাহিদ জানান, বৃহস্পতিবার গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হওয়া ওরসে রাতে ওয়াজ মাহফিল ও খতমে কোরআন চলবে। শুক্রবার সকালে তবরুক বিতরণের মধ্যে দিয়ে ওরস শেষ হবে।
প্রেস নিউজ