চট্টগ্রাম: নতুন প্রজন্ম যারা এ দেশে জন্ম নেবে, তারা যেন একটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, শিক্ষাসমৃদ্ধ, স্বাস্থ্য সমৃদ্ধ, সংস্কৃতিঋদ্ধ জীবন পায়, তার জন্য আজকের যুব সমাজকে শপথ ও প্রতিজ্ঞা করতে হবে।
মঙ্গলবার (১৭ মে) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অনুপম সেন এসব কথা বলেন।
ঐতিহাসিক ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রামে যুব সংগঠক ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিমের ব্যক্তিগত উদ্যোগে যুদ্ধাহত দশজন মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে উপহার সামগ্রী (শাড়ী, লুঙ্গি, সাদা ছড়ি) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এমআর আজিমের সভাপতিত্বে ও নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবুর সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, চট্টগ্রাম নগর যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুল্লাহ চৌধুরী নাহিদ, আসহাব রসুল চৌধুরী জাহেদ, যুবনেতা ফারুকুল ইসলাম অংকুর ও আসিফুর রহমান মুন্না, শওকত উল্লাহ সোহেল, আব্দুল জলিল বাহাদুর, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইমরুল হাসান চৌধুরী রুবেল, নগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, সাবেক উপ-সম্পাদক ওসমান গণি আলমগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোরশেদ, নগর ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য মোছলেহ উদ্দিন আহমেদ শিবলী, সাবেক নেতা আ স মাইনুল ইসলাম মনি, সালাহ উদ্দিন মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, সাবেক সহ-সম্পাদক আবু সাঈদ সুমন, সাবেক ছাত্রনেতা মো. সেলিম, আদনান মাহফুজ সজীব, সাইফুদ্দিন, যুবনেতা সাঈদ রহিম, ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শামসুল হক, কামরুল হাসান সোহেল, গিয়াস উদ্দিন সিদ্দিকী, সোহেল ইমরান, শরীফ হোসাইন, মো. বেলাল, হারুন, নগর ছাত্রলীগের সহ-সভাপতি ফররুখ আহমেদ পাভেল, একরামুল হক রাসেল, মাইনুল হাসান চৌধুরী শিমুল, নগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য আবুল মনছুর টিটু, কবির আহমেদ, নগর ছাত্রলীগের উপ-সম্পাদক তুষার ধর, সহ-সম্পাদক সাব্বির সাকির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিমুন্য রায় সৌরভা, ফরহাদ হক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের তৌরাব হোসেন রাফি, মহসিন কলেজ ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগের সৈয়দ তুহিন, ওয়াহিদ বিন ইউনুছ, কমার্স কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিজয় পাল, বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত ইমরান, তানজিব আহসান জিবু, চন্দগাঁও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বাবু, আকবরশাহ্ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রিয়াজ কামাল, সদরঘাট থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, পাহাড়তলী থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুব্রত দাশ, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান, কাজী তারেক, নিক্সন আলম, জয় চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে অনুপম সেন আরো বলেন, ‘যুব সমাজ দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি, যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে অনায়াসে কোন বাধা ছাড়াই সম্পূর্ণ করতে পারে। এমআর আজিমের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি আজিমের কর্মকান্ডে অভিভুত। আমি আজিমের জন্য দোয়া করি, সে যেন আমৃত্যু অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ায়।’
করোনা ভাইরাস সম্পর্কে তিনি বলেন, ‘করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের উন্তত দেশ আমেরিকায় দশ লাখ লোক মারা যায়, আর আমাদের পাশের দেশ ভারতে ৩-৪ লাখ মানুষ মারা যায়, সেখানে আমাদের বাংলাদেশে ৩৭ হাজার লোক মারা গেছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বের কারণে।’
আসন্ন চট্টগ্রাম নগর যুবলীগের সম্মেলন নিয়ে অনুপম সেন বলেন, ‘নেতৃত্ব বা লিডারশীপ এমন একজন যুব সংগঠককে দেওয়া উচিত যে, দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে নিজেকে অপরাধমুুক্ত রেখে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখতে পারে।’
তিনি আসন্ন চট্টগ্রাম নগর যুবলীগের সম্মেলনের সফলতা কামনা করেন।
শেষে শেখ হাসিনার সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা হারুন।
প্রেস বার্তা