ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নামকরণের দাবিতে সমাবেশ

প্রেস বার্তা
মে ২২, ২০২২ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের রণাঙ্গণে গেরিলা বাহিনীর প্রধান ও বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রথম আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নামকরণের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মে) বিকালে সিটির গোসাইলডাঙ্গা মিষ্টিমুখ ক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সোয়াত জাহাজ অবরোধের অগ্রনায়ক নবী চৌধুরীর সন্তান জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগঠনের সহ-সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বক্তব্য দেন প্রয়াত জহুর আহম্মদ চৌধুরীর সন্তান জসিম উদ্দিন চৌধুরী।

সংগঠনের যুগ্ম সম্পাদক একেএম মহিউদ্দীন চৌধুরী মহিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক উপ কমিটির সদস্য সওগাতুল আনোয়ার খান, সাধারণ সম্পাদক ফারুক আবদুল্লাহ, অর্থ সম্পাদক শওকত মোহাম্মদ মাসুম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের উপদেষ্টা মো. মাহফুজ, সহ সভাপতি নূর হোসেন দুলাল, শ্রম সম্পাদক মো. মোরশেদ, বন্দর থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. সোহেল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন, সহ সভাপতি মো. রফিক, জাহাঙ্গীর আলম তালুকদার ও কাওসার আলম, সহ সাংগঠনিক সম্পাদক নূর নবী সোহেল।

এতে সংগঠনের সদস্য মো. হাবীব, চৈতি বসু, সাঈদুল ইসলাম ইরফান, মুক্তিযোদ্ধার সন্তান ইকবাল সরকার ও ফয়সালসহ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা শহীদ মৌলভী সৈয়দের নামে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন নামকরণের জন্য জোর দাবি জানান। সেই সাথে তারা মৌলভী সৈয়দের জীবন, আদর্শ, সংগ্রাম, নীতি ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।

প্রেস বার্তা

Facebook Comments Box