চট্টগ্রাম: মোহরা অন্তরঙ্গ সমিতি ও টিম কল্পলোকের যৌথ উদ্যোগে শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে মতিলাল দেওয়ানজীর পুরাতন (দূর্গা বাড়ি) মধ্যম মোহরা চান্দগাঁও মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ ১৪২৯ ও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সাবেক সভাপতি রিপন দেওয়ানজীর সভাপতিত্বে ও টিম কল্পলোকের পরিচালক পিয়াল শর্ম্মার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা রমনা কালী মন্দির ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা।
উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক রোমান্স বৈদ্য, অর্থ সম্পাদক অঞ্জন দেওয়ানজী, বাপ্পা মজুমদার, রানা দে, ইমন সেনগুপ্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালনা করেন জয় দেওয়ানজী, অভিজিৎ, শুভ, পল্লবী, এলেন, সুজিত।
প্রেস বার্তা