ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোছলেম উদ্দিনের মৃত্যুতে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির শোক প্রকাশ

চট্টগ্রাম
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম- আট আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে গণ মাধ্যমে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ শোক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মোছলেম উদ্দিন আহমেদ রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রেস বার্তা

Facebook Comments Box