ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেয়েদের জন্য প্রথম খেলার মাঠ হবে বাকলিয়াতে

চট্টগ্রাম
মার্চ ১৫, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত প্রশিক্ষণার্থীদের সনদ ও ভাতা বিতরণ বুধবার (১৫ মার্চ) সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

অনলাইনে সংযুক্ত হয়ে উপমন্ত্রী দেশ ও জনগণের উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন ও অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলার প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

সভাপতি বলেন, ‘দেশের প্রত্যেকটি খাতে নারীদের অবদান ঈর্ষণীয়। তাদের প্রকৃত ক্ষমতায়ন করতে হলে তাদের অর্থনৈতিক স্বাধীনতার উপর আরো বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে তারা সামনের দিকে সঠিকভাবে অগ্রসর হতে পারবে।’

এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এছাড়াও. তিনি বাকলিয়াতে প্রথম মেয়েদের জন্য খেলার মাঠ নির্মাণের জন্য খাস জমি নির্ধারণের কার্যক্রম শুরু করার ও দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সদর প্রশিক্ষণ কেন্দ্রের সাতটি ট্রেডের মোট ৩১২ জন নারীকে চেক ও সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক প্রভাষ চন্দ্র রায়। উদ্বোধক ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব। জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম শাখার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র সহকারী কমিশনার সুনন্দা রায়সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box