চট্টগ্রাম: করোনা ভাইরাসের সাথে লড়াই করে অবশেষে হার মানলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) এমবিএ গ্র্যাজুয়েট এবং পরবর্তী এমবিএর অতিথি শিক্ষক মেজর মোহাম্মদ হাসান ইমাম। ৩১ মার্চ (বুধবার) তিনি ইন্তেকাল করেছেন। তিনি পেশাগত জীবনে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রামের হালিশহরস্থ আর্টিলারি সেন্টার ও স্কুলে পাঠদানে নিয়োজিত ছিলেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
তিনি বলেন, ‘ইডিইউ থেকে এমবিএ ডিগ্রি অর্জনের পর নিজ যোগ্যতা গুণে মেজর হাসান ইমাম একই প্রোগ্রামের অতিথি শিক্ষক হয়েছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়কে মনে-প্রাণে ধারণ করতেন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব সময় বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ায় ভূমিকা রেখেছেন। তার শিক্ষার্জন, পেশায় ও কর্মে রেখেছেন মেধার স্বাক্ষর। নিজেকে ক্রমাগত উন্নত করে তোলার প্রচেষ্টা ছিল তার মাঝে। এমন একজন তরুণ ও মেধাবী মানুষের মৃত্যু বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি।’
সাঈদ আল নোমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ ও মরহুমের মাগফেরাত কামনা করেছেন।
প্রেস নিউজ