চট্টগ্রাম: বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার মৃত্যু রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকালে গণ মাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন এ দাবি জানান।
গুলশানের একটি ফ্ল্যাট থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘এটা অস্বাভাবিক মৃত্যু, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুনিয়ার মৃত্যু রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। নিহত মুনিয়ার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার সঠিক ও সুষ্ঠু তদন্ত দরকার।
নেতৃবৃন্দ আরো বলেন, ‘অভিযুক্ত যতই শক্তিশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায়, বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবার কঠোর কর্মসূচি ঘোষণা করবে।’
এ দিকে বীর মুক্তিযোদ্ধার সন্তান মোসারাত জাহান মুনিয়ার মৃত্যুর আসল রহস্য উদঘাটনসহ সুষ্ঠ তদন্তের দাবিতে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেল তিনটায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে স্বাস্থ্যবিধি মেনে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। বিশেষ অতিথি থাকবেন সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ।
প্রেস বার্তা