চট্টগ্রাম (১১ ডিসেম্বর): চট্টগ্রাম বিভাগে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ২০২০ চ্যাম্পিয়ন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এবং রানার্স আপ ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন।
এস আলম গ্রুপের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
শুক্রবার (১১ ডিসেম্বর) ফাইনালে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন ১-০ গোলে ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সামশুল হক চৌধুরী।
এতেরবিশেষ ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো: আলমগীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ভেন্যূ পরিচালনা কমিটির আহ্বায়ক মো: হাফিজুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিডিএফএ এর সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির কো-অর্ডিনেটর আ ন ম ওয়াহিদ দুলাল, স্পন্সর প্রতিষ্ঠান এস আলম গ্রুপের প্রতিনিধি এডভোকেট হোসেন রানা, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবি, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার প্রমুখ।
কক্সবাজার ৪-০ গোলে চাঁদপুরকে হারিয়ে এবং ফেনী জেলা ৩-১ গোলে বান্দরবানকে হারিয়ে ফাইনালে প্রতিযোগিতা করার সুযোগ পায়।