চট্টগ্রাম : সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পর এবার ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছে মাহফুজ। জাগো মিডিয়ার ইউটিউব চ্যানেল আসছে এমএমআর মাহফুজের প্রথম কাভার মিউজিক ভিডিও।
ইতিমধ্যে চট্টগ্রামের সংগীত পরিচালক ফরিদ বঙ্গবাসীর সংগীত পরিচালনায় মোনালিসা স্টুডিওতে গানটি রেকর্ড হয়েছে। এখন কাজ চলছে মিউজিক ভিডিও নির্মাণের কাজ।
জাগো মিডিয়ার পরিচালক (মিডিয়া এবং ব্র্যান্ড) সৈকত প্রকৃতি পরম বাংলাদেশকে জানান, জাগো মিডিয়া প্রত্যন্ত অঞ্চলের মেধাগুলো তুলে আনতে কাজ করছে। তারই ধারাবাহিকতায় মাহফুজকে দিয়ে প্রথম কাভার সং শুরু করছি। গানটি রেকর্ড সম্পন্ন হয়েছে। এখন মিউজিক ভিডিও নির্মাণের কাজ চলছে। শিগগিরই জাগো মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি রিলিজ হবে।
শিল্পী মাহফুজ বলেন, ‘আমি কখনো গান শিখিনি। শুধুমাত্র ভালোবেসে আমি গান করি। আমাকে এমন একটা সুযোগ করে দেয়ায় জাগো মিডিয়ার প্রতিষ্ঠাতা এনএন খোকন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি, ফরিদ বঙ্গবাসী স্যারের প্রতি। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন।’
গানটা সবার ভালো লাগবে বলে মাহফুজের প্রত্যাশা।
আপনার গানে মেয়রা কী ছেলেরাও ক্রাস খায়
Song: A Mon amar
Artist :Md. Tanvin
Address :Rupgonj, narayangonj
ভালো