চট্টগ্রাম: মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্য বিধি অমান্যকারীদের জরিমানা করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ এপ্রিল) চট্টগ্রাম সিটির বিভিন্ন এলাকায় স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে একাধিক ব্যক্তিকে মোট ২৭ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় সাড়ে পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা একে খান ও সিটি গেট এলাকায় একটি মামলা দায়ের করে ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা আগ্রাবাদ এলাকায় পাঁচটি মামলা দায়ের করে দুই হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান কাজীর দেউড়ী, চকবাজার ও প্রবর্তক মোড় এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে চলায় চারটি মামলা দায়ের করে দুই হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বায়েজিদ এলাকায় দুইটি মামলায় পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস অক্সিজেন মোড় এলাকায় সাতটি মামলা দায়ের করে ছয় হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কর্ণফুলী ব্রিজ ও বহদ্দারহাট এলাকায় ছয়টি মামলায় দুই হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করেন।