চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নগরবাসীকে মাস্ক পরাতে ফের মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
সোমবার (১৫ মার্চ) সকাল থেকে জেলা প্রশাসনের ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক পরিধান নিশ্চিতকরণে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়েছেন। আজকের অভিযানে শুধুমাত্র মানুষকে সচেতন করা হয়েছে। অভিযানে প্রায় দুই হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, ‘ইদানীং মানুষের মাঝে মাস্ক না পরার প্রবণতা বাড়ছে। যার ফলে মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। এতে করোনা সংক্রমণের হার বেড়ে যেতে পারে। তাই আজ থেকে আবারো আমরা জোরালোভাবে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’
তিনি আরো বলেন, ‘আজ থেকে কয়েক দিন আমরা সবাইকে সচেতন করার লক্ষ্যে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিপণিবিতান, শপিং মল ও বাস স্ট্যান্ডে অভিযান পরিচালনা করব। পরবর্তী যদি দেখা যায়, মানুষ অবহেলা করে মাস্ক পরিধান করছে না, তাহলে অবশ্যই আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।’
আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান বহাদ্দারহাট, মিজানুর রহমান আগ্রাবাদ মোড়, উমর ফারুক কোতোয়ালি ও নিউ মার্কেট, মাসুদ রানা আন্দরকিল্লাহ, নুরজাহান আক্তার সাথী জিইসি মোড়, সুনিয়া আক্তার চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।