করোনার চরম ক্রান্তিকালে অনেক কিছুই আমরা দেখেছি। করোনায় মৃতকে আপন জনও ছুঁয়ে দেখতে পারে নি। আবার অনেক করোনা রোগীকে তার আপনজনরা হাসপাতালে ফেলে পালিয়েছে, ক্ষেত্র বিশেষে রাস্তায়ও।
অনেক পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। ভুক্তভোগী পরিবার মাত্রই জানেন, পরিস্থিতি তখন কত কঠিন ছিলো। অবশ্য ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি ঘটেছে।
লক্ষ্যণীয় বিষয় হলো- মাঝখানে করোনায় আক্রান্তের কথা খুব বেশি শোনা যায় নি। কিন্ত গত অন্তত মাস খানেক ধরে ধীর গতিতে করোনা তার থাবা ছড়িয়েছে।
আবার আশে-পাশে লক্ষ্য করলেই দেখবেন, পরিচিত অনেকেই আক্রান্ত হচ্ছেন।
তাই নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য মাস্ক পরিধান করুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মনে রাখবেন, করোনায় আক্রান্ত রোগী সুস্হ হলেও দীর্ঘ মেয়াদী এর একটি প্রতিক্রিয়া কিন্তু থেকে যায়।
তাই, আবারও বলছি। মাস্ক এর কোন বিকল্প নাই। মাস্ক পরতে অবহেলা করবেন না।
লেখক: মানবাধিকার কর্মী