চট্টগ্রাম: হযরত গাউছুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারীর (ক.) আদরের বড় নাতি আওলাদে রাসুল ও আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত গায়েবী ধন (ক.) তারই বড় নাতি গায়েবীধন মঞ্জিলের বড় শাহজাদা সৈয়দ আরফাতুর রহমান মিন্টু মাইজভান্ডারী আর নেই।
১ মে (শনিবার) ভোরে তিনি পার্কভিউ হসপিটালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি রাজিউন……।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩। তিনি দীর্ঘ দিন ধরে কিডনী রোগে ভুগছিলেন। বাদে আসর ফটিকছড়ির আজিমনগর গায়েবীধন দরবার শরীফে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে রাজনীতিবিদ, সামাজিক ব্যক্তিত্ব ও দরবারের আশেক ভক্তবৃন্দ জানাজায় অংশগ্রহণ করবেন।
এ দিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবীধন মাইজভান্ডারীয়া চট্টগ্রাম মহানগর কমিটি।
প্রেস নিউজ
Facebook Comments Box