চট্টগ্রাম: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের শীর্ষ আলেম হযরত আল্লামা ইদ্রিস রেজভী (১১৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন। মঙ্গলবার (২৭ জুলাই) বিকাল পৌনে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (২৮ জুলাই) সকাল ১১ টায় বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হয়।
এ দিকে, ইদ্রিস রেজভীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, ‘ইদ্রিস রেজভী দেশব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার ও প্রসারে এবং দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। তার মৃত্যুতে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। সুন্নি জনতা তার অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।’
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।