ঢাকামঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মারা গেছেন শিশু সাহিত্যিক ও গীতিকার ফারুক হাসান

admin
মার্চ ৯, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: বাংলাদেশ গীতিকবি সংসদ চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি, কথন সম্পাদক, শিশু সাহিত্যিক, ফেয়ার টাচ মিডিয়ার স্বত্বাধিকারী, গীতিকার ফারুক হাসান মারা গেছেন। বুধবার (৮ মার্চ) দিনগত রাত সাড়ে তিনটায় ব্রেইন স্টোক করে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।

ফারুক হাসান চট্টগ্রাম সিটির আন্দরকিল্লা নজির আহমদ লেইনের ইকবালের প্রথম পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) বাদে জোহর আন্দরকিল্লা শাহী জামে মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে বিকালে পটিয়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ফারুক হাসানের মৃত্যুতে গীতিকবি সংসদের উপদেষ্ঠা গোলাম মোস্তফা, সৈয়দ মহিউদ্দীন, হাসিনা জাকারিয়া বেলা, সংগঠনের সভাপতি লিয়াকত হোসেন খোকন ও সাধারণ সম্পাদক এস আনিস আহমদ বাচ্চু, খোদেজা খুরশিদ অপরাজিতা, আবছার উদ্দিন অলি, মোহাম্মদ ওবায়দুল্লাহ, এয়াকুব সৈয়দ, চট্টগ্রাম মঞ্চশিল্পী সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহের ও সাধারণ সম্পাদক কামরুল আজম চৌধুরী টিপু, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগর সভাপতি সৈয়দ আব্দুর রহিম, আবু তাহের তালুকদার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ইউনোস্ক ক্লাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মনির উদ্দিন, কবি আরিফ চৌধুরী, সাইদুল আরেফিন, আসিফ ইকবাল, ইমরান সোহেল, মোস্তফা আনোয়ারুল ইসলাম, ফারুক হোসাইন, শিল্পী আলমগীর আলাউদ্দিন, ফজলুল কবির চৌধুরী, ফরিদ বঙ্গবাসী, শেখ নজরুল ইসলাম মাহমুদ, কবির মোহাম্মদ, শিল্পকলা একাডেমির সাবেক যুগ্ম সম্পাদক হাসান জাহাঙ্গীর, মাসিক ফটিকছড়ি সম্পাদক সৈয়দ তারিকুল আনোয়ার, সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, মুক্তিযোদ্ধা এমএ সালাম, কবি মনজুর মাহমুদ, নাসির হোসেন জীবন, অভিনেতা মোহাম্মদ আলী গভীর শোক প্রকাশ করেছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box