ঢাকাবৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি ১২ জানুয়ারি

পরম বাংলাদেশ
জানুয়ারি ৪, ২০২১ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা (৪ জানুয়ারি): মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি হতে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি আগামী ১২ জানুয়ারি বিকাল তিনটায় অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি এই লটারি উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য লটারি গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হাইকোর্ট বিভাগের রিট পিটিশন ১০৩০/২০২০ চলমান থাকায় শিক্ষার্থী ভর্তির লটারি স্থগিত করা হয়েছিল।

ষষ্ঠ শ্রেণির ভর্তির ক্ষেত্রে ১১ বছরের বাধ্যবাধকতা থাকায় কিছু শিক্ষার্থী আবেদন করতে পারেনি। এই প্রেক্ষিতে হাইকোর্ট বয়স শিথিল করে তাদেরকে আবেদন করার জন্য এক সপ্তাহ সময় দেয়ার নির্দেশ প্রদান করেন। এই প্রেক্ষিতে লটারি স্থগিত করা হয়েছিল। এখন বয়সের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন বাদ পরা শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

খবর পিআইডির

Facebook Comments Box