চট্টগ্রাম: মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের পরিচালনাধীন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাহাড়তলী বাজার শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল এবং বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ, মাইজভান্ডারী প্রকাশনা ‘আলোকধারা’ ও শিক্ষাসামগ্রী বিতরণের প্রস্তুতি সভা এবং হযরত শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) মাসিক ফাতেহা শরীফ শুক্রবার (২৬ আগস্ট) বাদে মাগরিব পাহাড়তলী বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চট্টগ্রাম মহানগর জোন ‘ঘ’র সমন্বয়কারী মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ রাউজান শাখার সাবেক সদস্য সচিব স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ।
সভায় বক্তারা বলেন, ‘গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভান্ডারী ইসলামের মূল চেতনা ফুটিয়ে তুলেছেন তার তরিকার মধ্য দিয়ে। বিশ্বের সব ধর্মের মানুষের মধ্যে মাইজভান্ডারীর তরিকার অনুসারী রয়েছে। এখানে মানবতাকে প্রাধান্য দেয়া হয়েছে। মাইজভান্ডারী তরিকার মূল দর্শন হচ্ছে প্রেম, ভক্তি, বিশ্বাস।’
বক্তারা আরো বলেন, ‘যে সব মানুষ প্রেম, ভক্তি ও বিশ্বাসের মধ্য দিয়ে মাইজভান্ডারী তরিকতের সোপানে কামালিয়ত অর্জন করেছেন আজ তারাই আলোকিত জন হিসেবে দিকবিদিক ছড়িয়ে আছেন।’
অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ নুরুল ইসলাম, মো. আজাদ সওদাগর, মো. আবদুল মতিন, মো. আজিম মিয়া, মো. মোস্তফা, মো. জামাল, মো. ইয়াকুব আলী, মো. ইমান আলী, মো. নাজির আহমদ, মো. শাহাদাত হোসেন, মো. সাজিদ আলী, মো. জসিম উদ্দিন।
মাহফিলের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. শামসুল আলম, নাতে রসুল (স.) পরিবেশন করেন মো. আরিফ হোসেন ও মাইজভান্ডারী কালাম পরিবেশন করেন মো. আজিম মিয়া।
মাহফিলের শেষে বিশেষ দোয়া ও মিলাদ-কিয়াম পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি মো. নুরুল ইসলাম।
প্রেস বার্তা