ঢাকাবুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মরণঘাতী নেশা ড্যান্ডিতে আসক্ত হয়ে পড়ছে চট্টগ্রামের পথশিশুরা

চট্টগ্রাম
জানুয়ারি ৩১, ২০২৩ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম: সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ‘ড্যান্ডি (গাম) নেশায় আসক্ত পথ শিশুদের পুনর্বাসনে আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে দৈনিক পূর্বকোণের ইউসুফ চৌধুরী কনফারেন্স হল রুমে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপন।

যুগ্ম সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় বৈঠকে অতিথি আলোচক ছিলেন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডাক্তার সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আরাফাতুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক রামেশ্বর দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম ভূঁইয়া রাসেল, সহ সভাপতি আবদুল মান্নান, সাবেক কাউন্সিলর আঞ্জুমান আরা, তাইসির রহমান, ইউসুফ খান, বিধান মিত্র, যুগ্ম সম্পাদক স্বপন কান্তি নাথ, আন্তর্জাতিক সম্পাদক রাজিয়া সুলতানা, যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদিকা বিবি আয়শা, সহ সাংগঠনিক সম্পাদক এসএম আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, আসিবুর রহমান, সঞ্জয় পাল, চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মিজানুর রহমান বাপ্পি, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, বজেন্দ্র ঘোষ, এসকলার জাকির।

বৈঠকে বক্তারা বলেন, ‘নতুন মরণঘাতী নেশা ড্যান্ডিতে (গাম) আসক্ত হয়ে পড়ছে চট্টগ্রামসহ দেশের প্রতিটি অঞ্চলের পথশিশুরা। সিটির বাস স্টেশন, রেলওয়ে স্টেশন ও বস্তিগুলোতে শিশুদের মাদকে এটি নতুন করে সংযোযিত হয়েছে। পলিথিনের মুখ ঢুকিয়ে পথ শিশুরা যা গ্রহণ করছে, তা তাদেরকে নিয়ে যাচ্ছে নিকষ কালো এক অন্ধকার জগতে। শিক্ষাসহ নানা ক্ষেত্রে সুবিধাবঞ্চিত এসব পথশিশুরা জড়িয়ে পরছে নানা ধরনের অপরাধে। নেশায় আকণ্ঠ বুদ হওয়া সেই পথ শিশুদের দিয়ে নানা ধরণের অপরাধ করিয়ে সুবিধা নিচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র। প্রশাসনের নজরদারি না থাকায় এরাই এক সময় জড়িয়ে পড়ে চুরি ছিনতাই পকেটমারসহ ভয়ংকর বিভিন্ন অপরাধে। আমরা মনে করি, পথশিশু হলেও ওরা সমাজের একটা অংশ। এ ধরনের ভয়ংকর নেশা থেকে শিশুদের রক্ষা করার দায়িত্ব এ সমাজেরই। এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।’

বৈঠকে বক্তারা আরো বলেন, ‘পারিবারিক বন্ধন তৈরির উপর গুরুত্ব দেয়া হয়। এ ছাড়া, দিনে দিনে সংস্কৃতি, বিনোদন ও ক্রীড়াসহ সৃজনশীল কর্মকান্ড থেকে আমরা সরে যাচ্ছি। এ জায়গায় মনোযোগী হতে হবে সবাইকে। একার পক্ষে এ সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারি বেসরকারি সংস্থাসহ সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে মরণঘাতী নেশার বিরুদ্ধে সমাজে আওয়াজ তুলতে হবে।’

বক্তারা ড্যান্ডিতে (গাম) আসক্তদের পূনর্বাসনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের আশে পাশের বস্তি এলাকাগুলোকে পাইলট প্রকল্পের আওতায় এনে সম্বলিতভাবে কাজ করার আহবান জানান

Facebook Comments Box