কক্সবাজার: কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) ইংরেজি বিভাগের অধীনে তিন মাস মেয়াদী ‘সার্টিফিকেট কোর্স ইন এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ চালু হয়েছে।
ব্যক্তিগত পরিচর্যা এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক স্বাস্থ্য সেবা প্রদান দক্ষতা বৃদ্ধিতে সৃজনশীল কলাবিদ্যাধর্মী মনোসামাজিক স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এ কোর্স মানসিক স্বাস্থ্য খাতকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।
এ কোর্সে ভর্তি হতে আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণপূর্বক দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয় পত্রের কপিসহ সব পরীক্ষার পাশের সনদপত্রের সত্যায়িত কপিসহ জমা দিতে হবে।
শিক্ষাঙ্গনে বিদ্রুপ ও উপহাস তথা বুলিং ও বডিশেমিং প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করতে শিক্ষকদের দায়িত্বই হচ্ছে প্রধান। যার প্রথম প্রভাব হচ্ছে মনোসামাজিক স্বাস্থ্য প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া। শিক্ষকদের যদি এ বিষয়ে দক্ষতা না থাকে, তবে তারা শিক্ষার্থীদের আত্মঘাতি কাজ ও আত্মহত্যা প্রবণতা থেকে মুক্ত করতে ব্যর্থ হবেন। ‘সেল্ফ কেয়ার অ্যান্ড এমএইচপিএসএস স্কিল ডেভেলপমেন্ট কোর্স’ শীর্ষক এক্সপ্রেসিভ সাইকোথেরাপি বিষয়ক এ কোর্সের আওতায় শিল্পকলার বিভিন্ন মাধ্যমের মনোবৈজ্ঞানিক প্রয়োগ পদ্ধতিগুলো হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। যা শেখার মাধ্যমে শিক্ষকদের প্রাসঙ্গিক প্রয়োগ পদ্ধতি সম্পর্কে দক্ষতা উন্নয়ন হয়। প্রচলিত কাউন্সেলিং ও সাইকোথেরাপির পাশাপাশি ‘এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ একটি সৃজনশীল মনোবিশ্লেষক অভিব্যক্তিমূলক কর্ম কৌশল হিসেবে বিশ্বব্যাপী চর্চিত হচ্ছে।
মানসিক সমস্যার মধ্যে থাকা ব্যক্তিদের মনো সামাজিক স্বাস্থ্য প্রতিবন্ধকতা উত্তরণে শিল্পকলার বিভিন্ন কৌশলের মনস্তাত্ত্বিক পর্যালোচনা ও মূল্যায়নের পথ পরিক্রমার মধ্য দিয়ে এ বিশেষায়িত এক্সপ্রেসিভ সাইকোথেরাপি সেশনে মনোসাস্থ্য সেবাধর্মী শিল্পযজ্ঞের বৈচিত্র্যময় প্রয়োগ করা হয়। ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে এবং ক্ষতিগ্রস্থ লক্ষ্য জনগোষ্ঠীভিত্তিক মনোস্বাস্থ্য সেবা প্রদায়ক একজন পেশাদার সাইকোথেরাপিস্ট হিসেবে সার্টিফাইড হতে আগ্রহীরা নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ‘এক্সপ্রেসিভ সাইকোথেরাপি’ কোর্সে ভর্তি হতে পারবেন। এ কোর্সে ভর্তির নূন্যতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ব্যবহার করুন: ০১৯৭৯-৫১৪৫৬৪।
প্রেস বার্তা